ফ্রি ওয়েব সাইট তৈরীর সাইট

Google কর্তৃক পরিচালিত একটি অঙ্গ প্রতিষ্ঠান ব্লগার ডট কম, যাহাতে রয়েছে ফ্রি ব্লগ সাইট বা ফ্রি ওয়েব সাইট তৈরীর সুযোগ। এ ধরনের ফ্রি সাইট তৈরী করতে আপনার যা লাগবে তা হলো প্রথমে একটি জিমেইল একাউন্ট, তা আগেই তৈরী করে নিতে হবে, তবে জিমেইল ছাড়া অন্য কোন ইমেইল এড্রেস দিয়ে ব্লগারে একাউন্ট খোলা যাবেনা কারণ পূর্বেই বলেছি ব্লগার ডট কম একটি গুগুলের অঙ্গ প্রতিষ্ঠান। যদি জিমেইল একাউন্ট না থাকে তাহলে এখান থেকে www.gmail.com জিমেইল একাউন্ট তৈরী করুন আর পূর্বে যদি আপনার জিমেইল আইডি বা একাউন্ট তৈরী করা থাকে তাহলে ঐ আইডি ব্যবহার করতে পারেন, তবে নতুন ইমেইল ব্যবহার করা ভাল। কারণ যদি আপনি আয়ের উদ্দেশ্যে গুগল এডসেন্স বা অন্য কোন এ্যাড আপনার সাইটে ব্যবহার করতে চান তাহলে নতুন ইমেইল হলে ভাল হয়। যা হোক এখন কিভাবে এ ফ্রি ওয়েব সাইট তৈরী করতে হয় তা ধাপে ধাপে আলোচনা করা হলো।
প্রথমে আপনি গুগুলে সার্জ দিন অথবা সরাসরি www.blogger.com এ লিংকে যান, এরপর নিচের মত ছবি দেখতে পারবেন।


এতে এতে ডানে উপরের কোনায় সাইআপ বাটনে ক্লিক করে আপনার জিমেইল আইডি ও জিমেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এরপর নিচের মত ছবি দেখতে পারবেন


  এতে ব্লগ বা ওয়েব সাইটের হেডিং কি দিবেন তা উপরের টাইটেল এর ঘরে লিখুন যেমন আপনি যে সাইটে বর্তমানে আছেন এই সাইটের টাইটেল হলো পেইজের উপরে ডানে Online Earn tips লিখা রয়েছে এবং এ সাইটের ঠিকানা হলো globalearns এরপর blogspot.com ব্লগার সাইট কর্তৃক নির্ধারিত আছে। আপনি এড্রেস এর ঘরে লিখবেন আপনার ওয়েব সাইটের যে এড্রেস দিতে চান বা আপনার যে ইউআরএল দিতে চান তা লিখুন, এক্ষেত্রে আপনি যে এড্রেস বা URL দিবেন তা যদি খালি থাকে তাহলে এর নিচে available দেখাবে আর যদি আপনার পছন্দ করা URL যদি খালি না থাকে তাহলে not available দেখাবে সেক্ষেত্রে আপনার ইউআরএল পরিবর্তন করে দিতে হবে এরপর যদি available বলে তাহলে নিচে create blog এ ক্লিক করুন, এরপর আপনার কাঙ্খিত ওয়েব সাইট খুলে গেল। এখন আপনার কাজ হবে ডিজাইন করা। ডিজাইন করতে ডানে উপরে ডিজাইন এ ক্লিক করুন অথবা বামে টেমপ্লেট এ ক্লিক করুন এরপর পছন্দ করুন টেমপ্লেট বা ডিজাইন, উক্ত টেমপ্লেট এর উপর ক্লিক করুন বা এডকরুন। গুগুল কর্তৃক সময়ে সময়ে সাইটের স্ট্রেকচার পরিবর্তন করতে পারে, লেখার সাথে না মিললেও সমস্যা নাই ধীরে ধীরে চেষ্টা করুন, উক্ত ব্লগার সাইটের যেকোন লিংকে ক্লিক করে ট্রাই করুন, এখানে ক্ষতি বা নষ্ট হওয়ার কিছু নেই ও ভয়েরও কোন কারন নেই। নেট মানেই যেখানেই ক্লিক সেখানেই কিছু আপনাকে দেখাবেই। এ ফ্রি ওয়েব সাইট তৈরী ও ডিজাইন করতে বা এ সংক্রান্ত বিস্তারিত জানতে পারেন গুগুলের সাহায্য লিংক এখান থেকে Support blogger.com ধাপে ধাপে জেনে নিন। এছাড়াও ডিজাইন করতে গুগুল অনেক পথ রেখেছে এখান থেকে http://support.google.com/blogger/design জেনে নিতে পারেন। উক্ত লিংকে যাওয়ার পর নিচে ডিজাইন করার বিভিন্ন অপশন দেখাবে, এতে প্রতিটি লিংকে ক্লিক করে স্ক্রিনসট দেখে জেনে নিন। এছাড়াও আরো বহু ফ্রি ওয়েব সাইট তৈরীর প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আপনি ইচ্ছে করলে ফ্রি ওয়েব সাইট তৈরীতে পারেন। সকলের সুবিধার জন্য আমি নিম্নোক্ত ফ্রি ওয়েব সাইট তৈরীর সাইট উল্লেখ করা হলো, আশা করি অনেকের উপকারে আসবে।
www.Blogger.com
www.Blog.com
www.Web.com 
www.20m.com 
http://www.zymic.com 
http://www.page4.me
www.Website.com
www.webs.com
www.weebly.com
https://www.yola.com
http://www.globaldaddy.com
http://www.con.tl
http://www.blogge.com
http://uni.me
https://www.tumblr.com
www.freezoka.net
www.freehostingnoads.net
www.cloudhogs.com
www.koolserve.com
http://2mw-clients.com
http://xtgem.com
http://we.bs
http://yoursitename.50webs.com
http://aisajib.freehostia.com
http://yoursitename.vndv.com
http://www.geocities.com/youryahooid
www.freeservers.com
http://posterous.com
http://mywibes.com
http://wap.wapka.mobi/wapka_index.xhtml
Previous
Next Post »
Thanks for your comment