প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে; কিন্তু নানা কারণে স্বপ্ন হয়তো বাস্তবে ফলে না। স্বপ্ন পূরণ করতে কেউ হয়তো চান নৈতিক বা আর্থিক সাহায্য। মানুষের স্বপ্ন বাস্তব করার এক প্রকল্প হাতে নিয়েছেন আর্জেন্টিনার একজন উদ্যোক্তা। ‘পসিবল ডটকম’ নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন তিনি। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।
‘পসিবল ডটকম’ ওয়েবসাইটের ব্যবহারকারীরা তাঁদের স্বপ্নের কথা জানাতে পারবেন এ সাইটে। আবার কারও স্বপ্নপূরণের জন্য সহযোগিতাও করতে পারবেন। মানুষের স্বপ্নপূরণে সহযোগিতা করতে বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করছে পসিবল ডটকম। প্রতিষ্ঠানটি নিউইয়র্কে তাদের প্রধান কার্যালয় স্থাপনের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পসিবল ডটকমের উদ্যোক্তা আর্জেন্টিনার মার্তিন পারলেতো। তিনি ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। তাঁর ভাষ্য, বাবার প্রতি সম্মান দেখাতে এবং মানুষের স্বপ্নপূরণের উদ্যোগ হিসেবে তিনি পসিবল ডটকম তৈরি করেছেন। ২০১২ সালের নভেম্বর মাস থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পসিবল ডটকম। ইতিমধ্যে বেশ কিছু তরুণের স্বপ্ন পূরণ করেছে তারা।
মার্তিন পারলেতো জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাতে থাকতে হবে মানুষের জন্য কার্যকর দিকনির্দেশনা।
মার্তিন পারলেতো আরও জানান, টুইটার ও ফেসবুকের মাধ্যমে এই ওয়েবসাইট ব্যবহার করা যায়। এতে স্বপ্নের বিবরণ লিখতে হয় বা স্বপ্ন পূরণ করতে কী প্রয়োজন তা জানাতে হয়। কোনো প্রতিষ্ঠান চাইলে কারও স্বপ্নপূরণের জন্য এখানে সহযোগিতাও করতে পারে।
পারলেতোর ভাষ্য, ‘কাউকে হয়তো সামান্য একটি হুইলচেয়ার বা নৈতিক সমর্থন দিয়েই আমরা তার স্বপ্ন পূরণ করে দিতে পারি। সামান্য একটু সহযোগিতা অনেকের স্বপ্ন পূরণ করতে পারে। আর মহত্ এ উদ্দেশ্যেই পসিবল ডটকম তৈরি করা হয়েছে।’
ওয়েবসাইটটির লিংক http://www.posibl.com/
‘পসিবল ডটকম’ ওয়েবসাইটের ব্যবহারকারীরা তাঁদের স্বপ্নের কথা জানাতে পারবেন এ সাইটে। আবার কারও স্বপ্নপূরণের জন্য সহযোগিতাও করতে পারবেন। মানুষের স্বপ্নপূরণে সহযোগিতা করতে বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করছে পসিবল ডটকম। প্রতিষ্ঠানটি নিউইয়র্কে তাদের প্রধান কার্যালয় স্থাপনের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
পসিবল ডটকমের উদ্যোক্তা আর্জেন্টিনার মার্তিন পারলেতো। তিনি ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। তাঁর ভাষ্য, বাবার প্রতি সম্মান দেখাতে এবং মানুষের স্বপ্নপূরণের উদ্যোগ হিসেবে তিনি পসিবল ডটকম তৈরি করেছেন। ২০১২ সালের নভেম্বর মাস থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পসিবল ডটকম। ইতিমধ্যে বেশ কিছু তরুণের স্বপ্ন পূরণ করেছে তারা।
মার্তিন পারলেতো জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাতে থাকতে হবে মানুষের জন্য কার্যকর দিকনির্দেশনা।
মার্তিন পারলেতো আরও জানান, টুইটার ও ফেসবুকের মাধ্যমে এই ওয়েবসাইট ব্যবহার করা যায়। এতে স্বপ্নের বিবরণ লিখতে হয় বা স্বপ্ন পূরণ করতে কী প্রয়োজন তা জানাতে হয়। কোনো প্রতিষ্ঠান চাইলে কারও স্বপ্নপূরণের জন্য এখানে সহযোগিতাও করতে পারে।
পারলেতোর ভাষ্য, ‘কাউকে হয়তো সামান্য একটি হুইলচেয়ার বা নৈতিক সমর্থন দিয়েই আমরা তার স্বপ্ন পূরণ করে দিতে পারি। সামান্য একটু সহযোগিতা অনেকের স্বপ্ন পূরণ করতে পারে। আর মহত্ এ উদ্দেশ্যেই পসিবল ডটকম তৈরি করা হয়েছে।’
ওয়েবসাইটটির লিংক http://www.posibl.com/
ConversionConversion EmoticonEmoticon